Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় প্রকাশ্যে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার মামলায় গ্রেফতার ১

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ২:১৮ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রকাশ্যে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার

মামলায় মাহাবুব সুলতান (৪০) নামে এক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে কোটালীপাড়া থানার এসআই আব্দুল মাজেদ সঙ্গীও ফোর্স
নিয়ে উপজেলার ঘাঘর নদীর পারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে গত
রবিবার বেলা ১২টার দিকে উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজের অনিয়ম ও
দুর্নিতীর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাস বাহিনীর হামলার স্বীকার হয়ে
প্রথমে কোটালীপাড়া পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই সাংবাদিক কামরুল হাসান ও বিষ্ণু চন্দ্র
ওঝা । এঘটনায় রাতেই ইনকিলাব ও আজকালের খবরের কোটালীপাড়া উপজেলা
সংবাদদাতা- কামরুল হাসান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত
কয়েকজনের নামে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরর
পর গতকাল রাতে একজনকে আটক করা হয়। এঘটনায় কোটালীপাড়া থানায় একটি নিয়মিত
মামলা হয়েছে।
আহত সাংবাদিকরা বলেন ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজে উন্মুক্ততে ভুয়া
শিক্ষক নিয়োগ,অবৈধভাবে উপাধক্ষ্য, অধক্ষ্য নিয়োগ অর্থ বানিজ্যসহ নানা
ধরনের অনিয় ও দুর্নিতীর অভিযোগ আসে সাংবাদিকদের কাছে,বিষয়টি নিয়ে
অধ্যক্ষকে ফোন করলে যা লেখার তাই লেখেন এটা আমার কলেজের নিজেস্ব ব্যাপার
বলে ফোন কেটে দেন এবং এর কিছুক্ষণ পর আবার তিনি নিজেই ফোন করে রবিবার ১১
টার দিকে কলেজে এসে কথা বলার জন্য অনুরোধ জানান, অধ্যক্ষের আহব্বানে
রবিবার ইনিকিলাবের উপজেলা সংবাদদাতা ও আজকালের খবরের প্রতিনিধি- কামরুল
হাসান এবং জনতার উপজেলা প্রতিনিধি বিষ্ণু চন্দ্র ওঝা সেখানে যাওয়ার পরে
দেখেন কলেজে কয়েকজন শিক্ষক বসে আছেন। অধ্যক্ষ সাহেব এখনও আসেন নাই।
সাংবাদিকেরা তাদের সাথে কথা বলে বেরিয়ে আসতে চাইলে শিক্ষকগণ চা-
খাওয়ানোর কথা বলে আমাদের হাত ধরে টেনে বসানোর চেষ্টা করে সময় ক্ষেপণ
করেন। আহত সাংবাদিকরা আরো বলেন আমরা কিছু বুঝে ওঠার আগেই গেটের কাছে
পৌঁছালে সন্ত্রাসী মাদক সম্রাট মাহাবুব সুলতান ( ৪০) রাজিব দাড়িয়া (৩৫)
মিলন হাওলাদার (৩৮) লাঠি সোটা ও দেশীয় তৈরি অস্ত্র নিয়ে আমাদের উপর
অর্তকির্তভাবে এলোপাথারী হামলা চালায়।
সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক কামরুল হাসানের ডান পায়ের গোড়ালি ভেঙ্গে
যায় এবং বাম চোখে রক্তাক্ত্য হারকাটা জখম হয় ও বিষ্ণু চন্দ্র গুরুতর আহত
হয়।
সাংবাদিকদের দাবী অধ্যক্ষ তাদের কৌশলে ডেকে নিয়ে পরিকল্পনা করে তার
সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। আটককৃত সন্ত্রাসী
মাদকসেবী মাহাবুব সুলতানের বাবা মুক্তিযোদ্ধাদের প্রকাশিত রাজাকারের
তালিকাভুক্ত ১৯ নাম্বার দালাল। তার গ্রামের বাড়ি কুরপালা গ্রামে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন সাংবাদিকদের
উপর হামলার ঘটনায় গতকাল রাতে একজনকে আটক করে সকালে জেল হাজতে পাঠানো
হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ