Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক করোনা আক্রান্ত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১:২৫ পিএম

কোভিডডেডিকেটেড পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা: আ: মতিন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন।
পটুয়াখালী বক্ষ ব্যাধী হাসপাতালের রেপিড এন্টিজেন্ট টেস্টে তিনি পজেটিভ সনাক্ত হয়েছেন,বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা:লোকমান হাকিম।
এদিকে পটুয়াখালী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গছে,গত ২ দিনে জেলায় মোট আক্রান্ত ২৮ জন এবং মৃতের সংখ্যা ১জন। আক্রান্তদের মধ্যে ১ জুলাই ১৮ জন এবং ২জুলাই ১০ জন। এদের মধ্যে কলাপাড়া উপজেলা হাসপাতালে গতকাল ২ জুলাই রেপিড এন্টিজেন্ট টেস্টে ৬ জনের নমুনা সংগ্রহ করা হলে ৬ জনই পজেটিভ সনাক্ত হন।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৫১৩ জন এবং মৃতের সংখ্যা ৫৮ জন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ