Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিধিনিষেধ অমান্য করায় যাত্রাবাড়ীতে ২৫ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১:১৮ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয়দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় যাত্রাবাড়ীতে ২৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুলাই) বেলা ১১টায় তাদের জরিমানা করা হয়।

নির্বাহী মেজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঢাকার সব জায়গায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সারাদিনে কতজনকে জরিমানা করা হলো তার তথ্য জেলা প্রশাসন থেকে পাওয়া যাবে। আমরাও বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছি। যাত্রাবাড়ীতে আমরা ২৫ জনকে জরিমানা করেছি।’

তিনি বলেন, ‘মাস্ক না পরা, বিধিনিষেধ অমান্য করে বের হওয়া, গণপরিবহন বন্ধ থাকা সত্বেও বিভিন্ন পয়েন্ট থেকে লোক নেয়ায় অনেক গাড়ি ও পিকআপ চালককে আমরা জরিমানা করেছি। সামনে আরও কয়েকটি পয়েন্টে আমরা অভিযান পরিচালনা করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ