প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আর্থিক প্রতারণার অভিযোগে বলিউড অভিনেতা দিনো মোরিয়ার কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিনো মোরিয়ার পাশাপাশি প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের জামাই ইরফান সিদ্দিকি, অভিনেতা সঞ্জয় খান এবং তার জামাই ডিজে আকিলের অর্থও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। চারজনের মোট ৮.৭৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, এর আগেও একই সংস্থার কাছ থেকে টাকা নিয়েছিলেন দিনো মোরিয়া ও আহমেদ প্যাটেলের জামাই ইরফান সিদ্দিকি। যা নিয়ে এর আগে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
জানা গিয়েছে, গুজরাতের ব্যবসায়ী সন্দেসারা ব্রাদার্সের ১৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণের মামলায় জড়িত রয়েছেন অভিনেতা দিনো মোরিয়াও। এই ঘটনায় স্টার্লিং বায়োটেক নামের সংস্থা এবং ওই সংস্থার দুই প্রচারক এবং ডিরেক্টর নীতিন জয়ন্তীলাল সন্দেসারা ও চেতনকুমার সন্দেসারা এবং দীপ্তি সন্দেসারার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। বর্তমানে এরা সকলেই পলাতক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।