Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কালকিনিতে মা-ছেলের ওপর হামলা মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার চর আলিমাবাদ গ্রামের ইসমাইল হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) ও তার ছেলে জাকির হাওলাদার (৪২)-এর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে হুমকি প্রদর্শন করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় হামলার শিকার পরিবারটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রতিপক্ষের অনবরত হুমকিতে আতঙ্কিত হয়ে পড়ছে। ভুক্তভোগী পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত রোববার বিকালে একই এলাকার এমরান ফকির, জামাল ফকির, জাহাঙ্গীর ফকির, বাবু ফকির, নাজমুল ফকির দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং আহত জাকিরের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ জামাল ও জাহাঙ্গীরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এতে আসামিপক্ষ ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে বাদী পক্ষকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করাসহ হুমকি-ধমকি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালকিনিতে মা-ছেলের ওপর হামলা মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ