Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে প্রশাসন: ৪৫টি মামলা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৯:১১ পিএম

শেরপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও সড়কে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। জেলায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে আছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হোটেল-রেস্তোরাঁ, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে শেরপুরের বেশ কিছু সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দিচ্ছে সড়কে। আগের দিন প্রশাসনের কড়া অবস্থানের কারণে অনেকেই আজ ঘর থেকে বের হননি। যারা যুক্তিসঙ্গত কারণ ছাড়া বের হয়েছেন তাদের অনেককে জরিমানার মুখে পড়তে হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার বিকাল ৪ টা পর্যন্ত জেলায় ৪৫টি মামলায় ২৮ হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সদরে ১০টি মামলায় ১৭ হাজার ২৮০ টাকা, নকলায় ৮টি মামলায় ২ হাজার ৫৫০ টাকা, নালিতাবাড়ীতে ১৪টি মামলায় ৪ হাজার ৯৫০ টাকা, শ্রীবরদীতে ৯টি মামলায় ৩ হাজার ৬০০ টাকা, ঝিনাইগাতীতে ৪টি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন। এদিকে, লকডাউন বাস্তবায়নে এসব কার্যক্রম তদারকি করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোমিনুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেন, জনসাধারণকে সরকারি বিধিনিষেধ মানাতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনও করা হচ্ছে। করোনা সংক্রমণের হার কমাতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানেই থাকবে। এ সময়টাতে সবাইকে ঘরেই থাকতে হবে। বিনা কারণে বের হওয়া যাবে না। তবে যাদের খাদ্য সংকট হবে তারা যদি আমাদের জানান তাহলে তাদের খাদ্য সহায়তা দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ