প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ১ অক্টোবর অস্ট্রেলিয়ায় ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়ালেসের সায়েন্স থিয়েটারে আয়োজিত হতে যাচ্ছে জমকালো সংগীত সন্ধ্যা ‘বাংলাদেশ নাইট ২০১৬’। এবারের আয়োজনে অস্ট্রেলিয়ার সিডনি মাতাতে বাংলাদেশ থেকে যোগ দিবে জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ এবং ‘ওয়ারফেজ’। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকবেন লাক্স তারকা মুনমুন। আরও থাকবে জনপ্রিয় ডি জে রাহাতের আকর্ষণীয় পরিবেশনা। অনুষ্ঠানটির সঙ্গে গতবারের মত এবারও যুক্ত হয়েছে বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ক্রিয়েটো’। অনুষ্ঠানটি নিয়ে এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রাশিদ খান বলেন, গতবারের মত এবারও আমরা যুক্ত হয়েছি। আমরা এ ধরনের ইভেন্টের সাথে আরও কাজ করতে চাই। আর এবারের অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে লিসেন ফর এর সাথে হাত মিলিয়েছে এ.এন.জেড. প্রপার্টিজ অস্ট্রেলিয়া। অনুষ্ঠান উপভোগ করার জন্য অনলাইনে টিকেট কেনার ব্যবস্থাও থাকবে। এছাড়া এবারের আয়োজনে চমক হিসেবে থাকছে অত্যাধুনিক ভিসুয়্যাল ইফেক্ট যা দর্শক শ্রোতাদের আনন্দ দেবে। প্রসঙ্গত, লিসেন ফর এর সামগ্রিক কার্যক্রম দাতব্য উদ্দেশ্যে পরিচালিত হয়। গতবারের ধারাবাহিকতায় লিসেন ফর তাদের দাতব্য কার্যক্রমের পরিধি বৃদ্ধির লক্ষ্যে ‘সেভ দি চিলড্রেন বাংলাদেশ’-এর পাশাপাশি এবার বাংলাদেশের অবস্থিত পাড়াগাঁয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।