Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেভাবে টিকা পাবেন বিদেশগামীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৩:২৭ পিএম

বিদেশগামী বা প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও এবং ৪০ বছরের কম বয়ষ্করাও টিকা নিতে পারবেন। এ লক্ষ্যে টিকার জন্য সুরক্ষা অ্যাপে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন।

শুক্রবার থেকে রোজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৪২টি জনশক্তি অফিস, নয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে অথবা ‘আমি প্রবাসী’ অ্যাপে বিএমইটির এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে যেতে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে যাদের বিএমইটির নিবন্ধন নেই তারা এখানে নিবন্ধন করে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এর ফলে সুরক্ষা অ্যাপে ঘরে বসেই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

জানা গেছে, বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার পাওয়ার লক্ষ্যে যেসব কর্মীদের বিএমইটির ডাটাবেজে নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই অথবা চলতি বছরের ১ জানুয়ারির আগে বিএমইটির স্মার্ট কার্ড আছে সেসব কর্মীর টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে শুক্রবার থেকে বিএমইটির ডাটাবেজে নিবন্ধন করতে হবে। তবে জানুয়ারি ২০২১ থেকে নিবন্ধিত কর্মীদের নতুনভাবে নিবন্ধনের প্রয়োজন হবে না।

এদিকে বিদেশগামী অভিবাসী ভাই-বোনদের করোনার টিকা নিতে করণীয় সম্পর্কে বিএমইটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও এবং ৪০ বছরের কম বয়ষ্করাও টিকা নিতে পারবেন।

করোনার টিকা রেজিস্ট্রেশনের জন‍্য করণীয়- প্রথমে আপনার মোবাইলে প্লে-স্টোর এর মাধ‍্যমে ‘আমি প্রবাসী’ অ্যাপটি ডাউনলোড করুন। ডাউনলোড করে বিএমইটি রেজিস্ট্রেশন ফরমটি ফিল আপ করে আপনার পাসপোর্টের ২য় পৃষ্ঠার ছবি তুলে আপলোড করবেন। ফরমটি ফিলআপ করার সময় আপনার যে ফোন নম্বরটি দেবেন সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে ফরম ফিল আপ করার সময় এ নম্বরটি ফরমে দিতে হবে।

আবেদন করার ৭২ ঘণ্টা অথবা তার আগেই আপনার পাসপোর্ট যাচাইয়ের (validation) পর আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে মর্মে মেসেজ পেলে আপনাকে একটি নম্বর দেওয়া হবে সে নম্বরে ৩০০ টাকা বিকাশ বা নগদের মাধ্যমে পাঠাতে হবে। টাকা পাঠানোর পর আপনি বিএমইটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন।

বিকল্প: আপনি যদি কোনো কারণে ‘আমি প্রবাসী’ অ্যাপসের মাধ‍্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে ৩ জুলাই থেকেই আপনার নিজ জেলার জেলা কর্মসংস্থান কার্যালয় /টিটিসিতে গিয়ে ফরম পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি ও ২০০ টাকা ফি নিয়ে যেতে হবে। তবে করোনালকডাউনের মধ‍্যে অফিসে না গিয়ে নিজের বাড়িতে বসে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ‍্যমে করার চেষ্টা করুন। অফিসে গিয়ে রেজিস্ট্রশন করলেও আপনাকে আবার নিম্নোক্ত প্রক্রিয়ায় সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে।

দ্বিতীয় ধাপ: ‘আমি প্রবাসী’ অ্যাপে অথবা জেলা কর্মসংস্থান কার্যালয়/টিটিসিতে উপরোক্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনি www.surokkha.gov.bd তে রেজিস্ট্রেশন করবেন। এ ওয়েবসাইটে আগামী ২/৩ দিন পর ‘বিদেশগামী বাংলাদেশি অভিবাসী কর্মী’ নামের যে ফিল্ডটি প্রদর্শিত হবে তাতে ক্লিক করে প্রয়োজনীয় তথ‍্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর মোবাইলে মেসেজের মাধ‍্যমে টিকা নেওয়ার তারিখ ও স্থান জানতে পারবেন।

প্রসঙ্গত, সৌদি আরব প্রবাসী যাদের এক ডোজ টিকা দেওয়ার ১৪ দিন বা তার আগেই ফ্লাইট রয়েছে তাদের টিকা নিয়ে কোনো লাভ হবে না, কারণ তাদের কোয়ারেন্টিন করতেই হবে। অর্থাৎ এক ডোজ টিকা দেওয়ার ১৪ দিন পর ফ্লাই করলে আপনার কোয়ারেন্টিন করতে হবে না, তবে সেক্ষেত্রে সৌদির Tawakkalna অ্যাপসে ডাটা এন্ট‍্রি দিতে হবে। যারা সৌদি আরবে এক ডোজ টিকা নিয়েছেন এবং তাওয়াক্কালনা অ্যাপসে তথ‍্য আছে তাদেরও সৌদি আরবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে না।

ইতোমধ‍্যে দেশে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বা এক ডোজ টিকা নিয়েছেন তাদেরও কোয়ারেন্টিন করা লাগবে না, তবে সেক্ষেত্রে যাওয়ার এক সপ্তাহ আগেই তাওয়াক্কালনা অ্যাপসে ডাটা এন্ট্রি করে নিতে হবে।



 

Show all comments
  • KAZI MOHAMMED HELAL UDDIN ৩ জুলাই, ২০২১, ১০:০২ এএম says : 2
    আসসালামুয়ালাইকুম স্যার আমি ডুবাই প্রবাসী গতকাল ( আমি প্রবাসী ) এপসে মোবাইলের মাধ্যমে রেজিঃ করার জন্য চেষ্টা করেছি শেষে আমার বিকাশ না থাকাই টাকা দিতে দেরি হয়ে যায়। পরে আর চেষ্টা করে ও পারি নাই। শেষে পেইজ বুকের মাধ্যমে রেজিঃ শেষ করি।পরে একটি নাম্বার আসে যার নাম্বার CTM 20218224624G . এই নাম্বারটা আমার রেজিঃ নাম্বার ? পরে একটি মেসেজ এসেছে আমার পেইজ বুক আইডিতে নাম আছে ( QAZI HALAL ) এইটা রিমোভ করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি করব? আমার বিএমইটি কার্ড রেজিঃ কি হয়েছে? পরবর্তী করণীয় কি জানালে আপনার কাছে চিরকিতজ্ঞ থাকিব। আমি কি ৫ তারিখে বিএমইটি অফিসে যাইতে হবে?একটু বুঝিয়ে বললে ভাল হবে কারণ আমি অনলাইনের ব্যাপারে এত অভিজ্ঞতা নাই ।
    Total Reply(0) Reply
  • MD:Rubel AHMED Ahmed ৩ জুলাই, ২০২১, ১০:০৬ এএম says : 1
    সঠিক
    Total Reply(0) Reply
  • md sujon miah ৩ জুলাই, ২০২১, ১২:২৪ পিএম says : 1
    আমি টিকা দিতে ছাই
    Total Reply(0) Reply
  • jafar ahmed ৩ জুলাই, ২০২১, ১০:১৬ পিএম says : 1
    ok
    Total Reply(0) Reply
  • Badhan das ৩ জুলাই, ২০২১, ১০:৪৪ পিএম says : 0
    This procedure very difficult make easier
    Total Reply(0) Reply
  • Badhan das ৩ জুলাই, ২০২১, ১০:৪৪ পিএম says : 0
    This procedure very difficult make easier
    Total Reply(0) Reply
  • Morshed kamal ৪ জুলাই, ২০২১, ১:৫৭ পিএম says : 0
    আমার 78% হয়েছে এখন আর কি করতে হবে plz একটু জনাবেন
    Total Reply(0) Reply
  • MD.ANAMUL HAQUE ৫ জুলাই, ২০২১, ৪:০৪ এএম says : 0
    টাকা পেমেন্ট করেছি তার পরও পেমেন্ট চাচ্ছে
    Total Reply(0) Reply
  • LITON DEBNATH ৮ জুলাই, ২০২১, ৫:০১ এএম says : 0
    1 month 2 days due . plese help . and cal .
    Total Reply(0) Reply
  • Nesar shekh ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩১ এএম says : 0
    সোদি গামি প্রবাসী আমি ১মাস হয়ে গেছে বেকসিন এর জন্য নিবন্ধন করছি এখনো কোনো মেসেজ আশে নাই এখন করো নিও কি।
    Total Reply(0) Reply
  • Nesar shekh ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৪ পিএম says : 0
    সোদি গামি প্রবাসী আমি ১মাস হয়ে গেছে বেকসিন এর জন্য নিবন্ধন করছি এখনো কোনো মেসেজ আশে নাই এখন করো নিও কি।
    Total Reply(0) Reply
  • SOHAN MIA ২৫ এপ্রিল, ২০২২, ৯:৩০ পিএম says : 0
    ভাই ১০দিন হলো বিএমইটির রেজিস্ট্রেশন করলাম ১০০ পারসেন হলো। কিন্তু সুরক্ষা এপে এখনো যায় নাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ