Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

একদিনে করোনা শনাক্তের ৩০২ জনের রেকর্ড সিলেটে : মৃত্যু ২ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১:০০ পিএম

একদিনে করোনায় শনাক্তের সংখ্যার নতুন রেকর্ড হয়েছে সিলেটে। আজ সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০২ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস সংক্রমণ। এই সংক্রমণ এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ সময় মৃত্যু হয়েছে আরও ২ জনের, তবে গতকাল বৃহস্পতিবার ছিল একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৭ জন। এদিকে, করোনামুক্ত হয়েছেন ১০৫ জন রোগী। আজ শুক্রবার (২ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, করোনা শনাক্ত ৩০২ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৭ জন, মৌলভীবাজার ৫২ জন, সুনামগঞ্জে ১০ জন ও ২৫ জন হবিগঞ্জে এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজারে ৩ জন ও ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন সুনামগঞ্জে। সবিমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪৫ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও ১৮ জন ভর্তি রয়েছেন মৌলভীবাজারে। এ বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৮৩ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ জন ও ৩ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০৫ জন। এরমধ্যে সিলেট ৮২, সুনামগঞ্জের ২ ও ২১ জন মৌলভীবাজারের। আর এ পর্যন্ত বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে সিলেট ১৬ হাজার ১৫২ জন, সুনামগঞ্জ ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জ ২ হাজার ১১০ জন ও ২ হাজার ৬৮৫ জন মৌলভীবাজারে। সিলেট বিভাগে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮০ জনের। এর মধ্যে সিলেট ৩৯৩ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন এবং ৩৫ জনের মৌলভীবাজারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ