Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে সুপ্রিম কোর্ট জনশূন্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৮:১৮ পিএম

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ছিল একরকম জনশূন্য। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে সাতদিনের কঠোর বিধিনিষেধ। চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। সরেজমিন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য সময়ে যেভাবে আইনজীবী ও জনগণের উপস্থিতি থাকতো তা আজ ছিল না বললেই চলে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, অফিস ও আইনজীবী সমিতি ছিল কর্মকর্তা-কর্মচারীশূন্য।

কঠোর বিধিনিষেধ চলাকালে জরুরি সেবা ছাড়া সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বিধিনিষেধে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ছিল বন্ধ। জরুরি কাজে যুক্ত কিছু কার্যালয় এবং দফতর ছাড়া সব বিভাগের অফিস ছিল বন্ধ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মো. গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, সরকারের নিষেধাজ্ঞায় আজ থেকে আমরা ঘরে বসেই অফিসের কাজ করেছি। সারাদিন টেলিফোনে কোর্টের কর্মচারী ও আইনজীবীদের সঙ্গে কথা বলে বিভিন্ন কাজ করতে হয়েছে।

তিনি বলেন, আগামী রোববার (৪ জুন) থেকে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে অফিসিয়াল কার্যক্রম করবো। তবে, আদালতে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি চলবে বিচারিক কাজ। তিনি জানান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসতে নিষেধ করা হয়েছে। বিচারপতি, সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও অন্যান্য কর্মকর্তারা নিজ বাসা থেকে ভার্চুয়ালি শুনানি করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ