Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ধারাবহিক নাটক হাওয়াই মিঠাই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক হাওয়াই মিঠাই। নাটকটি প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। পান্থ শাহ্রিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। নাটকটিতে অভিনয় করেছেন এফ এস নাঈম, মামুনর রশীদ, রোজী সিদ্দিকী, নাবিলা ইসলাম, নাদিয়া মীম, ফারুক আহমেদ, মারজুক রাসেল, সোহেল খান, শামীমা নাজনীন, এ্যালেন শুভ্র, মাসুম বাশার, আইনুন পুতুল প্রমূখ। ‘বাড়ীর দরজায় লেখা আছে, ব্যাঙাচীর ঘর। দরজা থেকে নেইম প্লেটটা খুলে নিয়ে বাড়ীর আর সব জিনিসের সাথে প্যাক করে নেয় মামুন। এ বাড়ীটা ছেড়ে দিতে হবে দু’দিনের মধ্যেই। সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে কারণ নতুন বাড়ী পাওয়া মাত্র ছুটতে হবে। এটা সত্যি যে এখন পর্যন্ত নতুন কোন বাড়ী ভাড়া পায়নি মামুন। ছোট্ট একটা প্রেস আছে মামুনের। পুরোন মেশিন আর দুই একজন কর্মচারী নিয়ে ধুকে ধুকে চলতে থাকা প্রেসটা থেকে যে আয় হয় তাতে হয়তো মামুনের একার সংসার চলে যেতে পারতো। কিন্তু এই ব্যাঙাচীর ঘরে সদস্য সংখ্যা ৭ জন। শখ করে একদিন মামুনই রেখেছিলো এই নাম ‘ব্যাঙাচীর ঘর’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাওয়াই মিঠাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ