Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাকে সবাই বিভূতি মিশ্র নামে সম্বোধন করে, ভালই লাগে -আসিফ শেখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

“আমি দেশ বিদেশ থেকে বিপুল ভালবাসা পাই। এদের অনেকেই আমাকে আমার আসল নামের বদলে চরিত্রের নাম ‘বিভূতি মিশ্র’ নামে সম্বোধন করে থাকে, আর এটা ভার।ই লাগে। এতে বোঝা যায় চরিত্রটি দর্শকদের কত কাছে পৌঁছেছে। একদিন বাড়িতে এক হাস্যকর ঘটনা ঘটেছে, আমার স্ত্রী আমাকে ডাকছিল, আমে সাড়া না দিলে সে আমাকে চেঁচিয়ে ডাকে, ‘বিভূতি নারায়ণ মিশ্র!’ আর আমি সঙ্গে সঙ্গে সাড়া দিই।” “বিভূতি চরিত্রটি মজার, সে আমোদপ্রিয় মানুষ, তার রসবোধও প্রখর। সবার কাছে চরিত্রটি বিনোদনদায়ক আর বিশ্বাসযোগ্য। এটি সন্দেহাতীতভাবে আমার করা সবচেয়ে প্রিয় চরিত্র,” অভিনেতা বলেন। ‘ভাবিজি ঘর পার হ্যায়’ সিটকমের প্রথম থেকেই তিনি বিভূতি চরিত্রটি করে আসছেন। দুই প্রধান নারী চরিত্রেই মূল শিল্পী পরিবর্তিত হয়েছে। আঙ্গুরি চরিত্রে শিল্পা শিন্দের জায়গায় এসেছেন শুভাঙ্গী আত্রে এবং আনিতা চরিত্রে সৌম্য ট্যান্ডনের জায়গায় স¤প্রতি এসেছেন নেহা পেন্দসে। ‘ভাবিজি ঘর পার হ্যায়’র সাফল্যে জীবনে পরিবর্তন এসেছে কীনা জানতে চাইলে আসিফ বলেন, “‘ভাবিজি ঘর পার হ্যায়’সহ আমে সফল বেশ কিছু শোতে কাজ করেছি। তবে বলতেই হয়, সিরিজটি জনপ্রিয়তা বাগার সঙ্গে সঙ্গে বিভূতি নারায়ণ মিশ্র চরিত্রটিও জনপ্রিয় হয়েছে। আমি ৩৭ বছর বিনোদন শিল্পে আছি। মঞ্চ নাটক থেকে বলিউড তারপর টেলিভিশনে এসেছি। ঝড়ো এই যাত্রা। অনেক চড়াই উৎরাই আছে। ফিল্মের থেকে টিভিতেই বেশি সাফল্য আর স্বীকৃতি পেয়েছি। আমাকে টিভির জন্যই ঘরে ঘরে মানুষ চেনে। এজন্য আমি প্রযোজকদের কাছে, দর্শক ও ভক্তদের কাছে কৃতজ্ঞ,” আসিফ বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ