Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় করোনায় একদিনে ৫ জনের মৃত্যু

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৬:০৮ পিএম

নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে সবোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার বিবেচনায় শতকরা ৩৫ দশমিক ৭ শতাংশ। মোট আক্রান্ত ৪ হাজার ৬০০ জন। বৃহস্পতিবার বেলা ১১টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় র‌্যাপিট এন্টিজেন ২০৫ টেস্টের মধ্যে ৪৪জন ও আরটিপিসিআরের ১০৩ টেস্টের মধ্যে ৬৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে জেলায় একদিনে সবোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার দুই, বদলগাছীর এক, রাণীনগররের এক ও আত্রাইয়ের একজন। ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৭৫ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছে ৩ হাজার ২৪০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ