Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা

সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী জনমত গঠনে আলোচনা সভা গতকাল শনিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক। জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচালনায় বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, এএসপি সদর সার্কেল নজরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৬নং আদর্শ সপ্রবি’র প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি, জেলা ইমাম সমিতির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান গাজী, হাসান আলী সপ্রবি’র সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর ম-ল বলেছেন, ধর্ম, আইন ও সমাজ এক নয়। যা গোপনে প্রচার করা হয় তা’ কখনই ধর্ম নয়। কারণ ধর্ম হলো প্রকাশ্য বিষয়। এখন প্রতিটি পাড়া মহল্লায় মসজিদ রয়েছে যেখানে নিয়মিত ধর্ম সভা হয়। মুসলমানদের প্রতিটি ঘরে কোরআন আছে। তাছাড়া গুগলের মাধ্যমে যে কেউ ইচ্ছা করলেই ধর্ম সম্পর্কে জানতে পারে। তাই কারো কথায় কান না দিয়ে ধর্ম সম্পর্কে নিজেকেই সঠিকভাবে জানতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে কেউ যাতে ভুল পথে নিতে না পারে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক বিষয়। বর্তমান সময়ে যার লিড দিচ্ছে আইএস। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদ নিয়ে আমরা চিন্তিত নই। তবে বিচ্ছিন্নভাবে এরা কোমলমতি সন্তানদের বিপদগামী করছে। ইসলামের কোথাও জঙ্গিবাদের কথা লেখা নেই। যারা ইসলামের নামের মানুষ হত্যা করে তারা আসলে ইসলামের মঙ্গল চায় না। তারা ইসলামকে বিচ্ছিন্ন করতে চায়। তিনি বলেন, প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের যা বলা হয় তারা তাই বিশ্বাস করবে। এদের মধ্যে যদি ভুল চিন্তা ঠুকিয়ে দেয়া যায় তবে তাকে ফিরিয়ে আনা কষ্টকর হয়ে যায়। তাই কোমলমতি শিক্ষার্থীদের এখনই সঠিক তথ্য দিতে হবে। তাদের জ্ঞানকে মজবুদ করে তুলতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুরে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ