Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুদকের মামলায় ‘বাংকো’র চেয়ারম্যান মুহিত কারাগারে

সাড়ে ৬৬ কোটি টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৮:০৮ পিএম

গ্রাহকের ৬৬ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাত মামলায় ‘বাংকো সিকিউরিটিজ’ ব্রোকারেজ হাউজের চেয়ারম্যান আব্দুল মহিতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়েরের পর গত ২৯ জুন তাকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করে। গতকাল মুহিতকে হাজির করা হয় ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ মে থেকে ৬ জুন পর্যন্ত বাংকো সিকিউরিটিজ লিমিটেড সিকিউরিটি আইন-কানুন লঙ্ঘনের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) লেনদেন নিষ্পত্তি করতে ব্যর্থ হয়। এরপর তৎক্ষণাৎ ডিএসইর কর্মকর্তারা গত ৭ জুন ওই কোম্পানি বিশেষ পরিদর্শন করে সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্টে ৬ জুন ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকার ঘাটতি লক্ষ্য করেন। এজাহারে বলা হয়, ‘বাংকো সিকিউরিটিজ লিমিটেড’র মালিকপক্ষ বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ ও শেয়ার আত্মসাৎ করেছেন এবং তা সমন্বয় না করে দেশ থেকে সংশ্লিষ্টদের পলায়নের সম্ভাবনা রয়েছে।
এদিকে, ঢাকা স্টক একচেঞ্জ লিমিটেডের নির্বাহী মো. আল-মাসুদ মতিঝিল থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। পরে মতিঝিল থানা পুলিশ অভিযোগটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় তা এজাহার হিসেবে রেকর্ড না করে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে গত ১৪ জুন পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানিয়ে কমিশনে পাঠিয়ে দেয়। দুদক এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে মঙ্গলবার মামলা করে। এদিকে বিনিয়োগকারীদের সমন্বিত হিসাবের ৬৬ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৫ জুন বাংকো সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন বন্ধ করে দেয় ডিএসই।
দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বাদী হয়ে দায়েরকৃত মামলায় আব্দুল মুহিতসহ ৬ জনকে আসামি করা হয়। তারা হলেন, একই প্রতিষ্ঠানের পরিচালক শফিউল আজম, ওয়ালিউল হাসান চৌধুরী, নুরুল ঈশান সাদাত, এ. মুনিম চৌধুরী এবং জামিল আহমেদ চৌধুরী।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ