রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বন্যহাতির আক্রমণে ললেন মারাক (৫৫) নামে একজন আদিবাসী কৃষক নিহত হয়েছে। তাকে হাতির আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে আরও দু’জন আহত হয়েছে। নিহত ওই আদিবাসী কৃষক ছোট গজনী এলাকার মনোহর সাংমার ছেলে। স্থানীয় সূত্র এবং তাওয়াকুচা বিট কর্মকর্তা জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে একদল বন্যহাতি ছোট গজনী এলাকার ধান ক্ষেতে নেমে ধান গাছ খেয়ে ও পা দিয়ে মারিয়ে নষ্ট করতে থাকে। এ সময় ওই আদিবাসী কৃষকসহ অন্যরা বন্যহাতির দলকে তাড়াতে গেলে বন্যহাতি তাকে আক্রমণ করে পায়ের তলায় পিষ্ট করলে সে ঘটনাস্থলেই মারা যায়। বেশ কিছুদিন ধরে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির উপদ্রব চলছে। সীমান্ত এলাকার লোকজন বন্যহাতির কবল থেকে ক্ষেতের ধান রক্ষা করতে রাত জেগে ধান ক্ষেত পাহারা দিচ্ছে। মানুষজন মশাল ও আবর্জনায় আগুন জ্বালিয়ে এবং পটকা ফাটিয়ে বন্যহাতির কবল থেকে রক্ষা পাবার চেষ্টা করছে। চলতি মাসের ২ তারিখে শ্রীবরদী উপজেলায় অপর একব্যক্তি হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।