Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটকে সেনা প্যারা কমান্ডোর প্রশিক্ষণ

আইএসপিআর | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৫ পিএম

পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটকে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করলো সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড। গত ২০-২৪ জুন পর্যন্ত সিলেটের জালালাবাদে এই প্রশিক্ষণ পরিচালিত হয়। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কাউন্টার টেরোরিজম এর বিস্তারিত জ্ঞান, ক্লোজ কোয়ার্টার ব্যাটেল এবং কাউন্টার টেরোরিজম ফায়ারিং এর উপর বিশেষ জ্ঞান বিনিময় যার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

এই প্রশিক্ষণে পুলিশের ১ জন এসপি, ১ জন এসআই, ৪ জন এএসআই এবং ১৮ জন কনষ্টেবল অংশগ্রহণ করেন। গত ২৪ জুন প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠানে প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন আলম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এন্টি টেরোরিজম ইউনিট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ