মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত মাসে বর্ষীয়ান বলিউড অভিনেতা দিলীপ কুমারকে দু’বার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ গত মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দ্রুত হিন্দুজা হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিইউতে রাখা হয়।
জুন মাসে এই অভিনেতা প্রথম দফা শ্বাসকষ্ট নিয়েই হিন্দুজা হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তখন সাময়িকভাবে সুস্থ হয়ে গেলেও বাসায় ফিরে যান। আবার একই সমস্যা নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হলো।
প্রথমবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, দিলীপ কুমারের ২টি ফুসফুসেই পানি জমে রয়েছে। করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল। সেই সময়ে দিলীপ-জায়া অভিনেত্রী সায়রা বানু জানিয়েছিলেন, তার আগে বেশ কিছু দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল দিলীপের। তার দিন পাঁচেক পরে হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যান তিনি।
ফের একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হল তাকে। এবার তার করোনা পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে এখনো কোনও তথ্য মেলেনি। জানা গেছে, বয়সের কথা মাথায় রেখে আগেভাগে আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে। আপাতত স্থিতিশীল আছেন অভিনেতা। সূত্র : ইন্ডিয়া টুডে, হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।