Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৬ পিএম

বগুড়ার সান্তাহারে তালিকাভুক্ত মাদক কারবারিরা ফের সক্রিয় হয়ে উঠেছে। শহরের একাধিক স্থানে অবাধে মাদক বেচাকেনা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে তালিকাভ‚ক্ত মাদক কারবারিরা কিছুদিন গা-ঢাকা দেয়। এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ শহরের চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের চা-বাগান এলাকার মালা বেগমের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে বিভিন্ন জায়গায় লুকানো ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মালা বেগমকে গ্রেফতার করা হয়। পরে মালা বেগমের স্বীকারউক্তিতে কাজলী নামের অপর একজনকে গ্রেফতার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানান, এই বাড়ি থেকে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছেন। মালা বেগম সান্তাহার শহরের চা-বাগান মহল্লার বেলাল হোসেনের স্ত্রী এবং কাজলী একই এলাকার মোফাজ্জলের স্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী কারবারি গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ