Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবি আদায়ে মুখ সেলাই করে অনশন, আত্মহত্যার চেষ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৫ পিএম

তাদের দাবি- অভিবাসী হওয়ার আবেদনের একটা স্থায়ী সমাধান করে স্বাস্থ্য পরিষেবা ও বেলজিয়াম সরকারের যাবতীয় সেবার আওতায় নিতে হবে। এ লক্ষ্যে ব্রাসেলসে অনশন ধর্মঘট শুরু করেছেন কয়েকশ’ অভিবাসনপ্রত্যাশী। তারা ব্রাসেলসে বেলজিয়াম ইউনিভার্সিটি ইউএলবি-তে এক মাসেরও বেশি সময় ধরে অনশন ধর্মঘট করছেন। তাদের মধ্যে রয়েছেন অনেক নারীও। তিউনিশিয়া থেকে আসা হাসনি আব্দুর রাজ্জাক অনশন করছেন সেলাই করে মুখ বন্ধ করে নিয়ে।

এক অভিবাসনপ্রত্যাশী হতাশায়, ক্ষোভে আত্মহননের পথও বেছে নিয়েছিলেন। স্ট্রেচারে তুলে তাকে হাসপাতালে নেয়া হয়।

আলজেরিয়া থেকে আসা মোহামেদ লামিনেও অনশন করছেন দুটো ঠোঁট সেলাই করে। তবে একমাস পার হয়ে গেলেও অভিবাসনপ্রত্যাশীদের দাবি পূরণের বিষয়ে বেলজিয়াম সরকারের বিশেষ কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। সূত্র : ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ