মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের কাতাইব হিজবুল্লাহ দেশটিতে থাকা মার্কিন সেনাদের ওপর হামলা বৃদ্ধির হুমকি দিয়েছে। তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের সেনারা ইরাক-সিরিয়া সীমান্তে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাশদ আল শাবির ওপর বিমান হামলা চালায়। এই হামলার পর যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর আক্রমণ বৃদ্ধির হুমকি দিয়েছে ইরান সমর্থিত আরেক বিদ্রোহী গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। অবশ্য সোমবার স্থানীয় সময় রাতে সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর ওপর কয়েক দফা রকেট হামলা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এর আগে গত মে মাসে ইরাকের এই সন্ত্রাসবাদ-বিরোধী প্রতিরোধ সংগঠন (কাতাইব হিজবুল্লাহ) হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, ইরাক থেকে মার্কিন সেনাদেরকে অবশ্যই সরিয়ে নিতে হবে, তা না হলে মার্কিন সেনারা প্রতিরোধের মুখে পড়বে। সংগঠনটির মুখপাত্র বলেন, যদি আমেরিকার সেনারা ইরাক ছাড়তে না চায় তাহলে কাতাইব হিজবুল্লার যোদ্ধারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আনাদোলু এজেন্সী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।