Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মসজিদের নামাজে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা জারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ৬:১৩ পিএম

করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে আক্রান্ত ও মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ আগামীকাল ভোর থেকে সাত দিনব্যাপী কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। মন্ত্রিপরিষদের নির্দেশে আজ বুধবার বিকেলে ধর্ম মন্ত্রণালয় সারাদেশের মসজিদসমূহে নামাজের জামাতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কতিপয় নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানেও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কঠোর বিধিনিষেধ চলাকালে দেশের সকল মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদেরকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে, প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে, মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে, মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে, কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে, শিশু, বয়বৃদ্ধ, যে কোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ থেকে বিরত থাকবে, সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওযুখানায় সাবান-হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না, সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে, করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব, ইমাম ও মুসল্লিদের দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। মসজিদের খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন। এছাড়া অন্যান্য সকল ধর্মীয় প্রতিষ্ঠান-উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার-সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব যথাযথভাবে অনুসরণ করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লেখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৩০ জুন, ২০২১, ১১:০২ পিএম says : 0
    আল্লাহর জমিনজুড়ে মহামারী কোটিকোটি আক্রান্ত অদ‍্যকোটি কাছাকাছি মানবজাতির মৃত্যু দীর্ঘদিন অব‍্যাহত আছে। কখন কিভাবে শেষ হবে নিশ্চিতরূপে বলা কঠিন। মানুষের চিন্তায় মন মগজে টিকাটিকাই সমাধান একমাত্র টিকাই মানবজাতিকে রক্ষা করত পারেন। প্রাকৃতিক ভাবে এমনি এমনি জমিনজুড়ে অদ্ভুত অদৃশ্যঅদম্য মহামারী ভাইরাস পৃথিবীর সভ‍্যতাকে লন্ড বন্ড করেদিল? কতদিনে শেষ হবে জানিনা। এর সৃষ্টিকর্তা কে পরিচালক কে কিভাবে হাজার বার শারীরিক পরিবর্তন ঘটান নতুন নতুন ভ‍্যারিযেন্ট নমুনায় আক্রান্ত মৃত্যুর মিছিল প্রতিদিন হচ্ছে।করোনাকালিন দীর্ঘদিনের মাঝেই ভারতীয় ডেন্টাভ‍্যারিযেন্ট বাংলাদেশ কে আক্রান্ত মৃত্যুর মিছিলে নিয়ে যাচ্ছে। কোথায় শেষ হয় কিভাবে শেষ জানিনা। সরকারের কঠোর লকডাউন বিধি নিষেধাজ্ঞা মানুষের উপর চলছে। বাস্তবতা হচ্ছে মানুষ মানুষের শ্রেণিতে পরিপূর্ণ নেইআমরা নিজের সৃষ্টির কথা ভুলে গিয়েছি। নৈতিকতা ধ্বংস হয়ে গেছে জমিনজুড়ে বেহায়াপনা উলঙ্গপনা স্বাভাবিক হয়ে গেছে। কোনটি গুনাহ কোনটি হারাম চিন্তা চেতনায় বিলুপ্ত হয়ে গেছে।হুজুরের অভাবনাই ওয়াইজের হেদায়েতের অভাব নাই। ইউটিউবে হুজুরের মেলবন্ধন ওয়াইজ চলছে।কিয়ামত ঈমাম মেহেদী(আঃ)দাজ্জান কাল্পনিক মনগড়া চিত্রবিচিত্র ছবি প্রকাশ করছে। নিজের অজান্তেই ঈমান হারা হচ্ছেন অনেকেই। পকৃত ইবাদত পকৃত ঈমানদার মুসলমানের কাছে প্রার্থনা ফরিয়াদ কাদুন সেজদায় পড়ে দেশের মানুষের জন্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন। আল্লাহর বাইতুল্লাই হজ্জ ওমরা পরিপূর্ণ হচ্ছে না আলামত ভয়ংকর। ক্ষনস্থায়ী ক্ষুদ্র জীবনের জন্যে। কঠিন কঠোর ভয়ংকর শাস্তির মুখোমুখি হবেন। সেদিন মুখে মোহর মেরে দেওয়া হবে। প্রতিটি অঙ্গ সাক্ষী দিবেন নিজের কৃতকর্মের চরমভাবে লান্চিত অপমানিত হয়ে ভয়ংকর জলন্ত অগ্নিকাণ্ডের দোজখের লাকড়ী হবেন। শয়তান প্রকাশ‍্য শক্র জেনেও দুনিয়ার আশায় দুনিয়ার চিন্তায় শয়তানের কুমন্ত্রণায় ধ্বংস হয়ে যাচ্ছেন মুসলমান। আল্লাহ্ আপনি মহান রাহমানের রাহিম। আমাদের রক্ষা করুন হেফাজত করুন দয়া করুন। মসজিদে মসজিদে যার যার অবস্থান হতে আল্লাহর দরবার তোওবা ক্ষমা প্রার্থনা করুন। ভয়াবহ ভয়ংকর পরিস্থিতি কে আক্রান্ত মৃত্যুর লিষ্টে পড়েন জানিনা। সম্মিলিতভাবে রাষ্ট্রীয়ভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ছাড়া বিকল্প নেই। আল্লাহ্ সবাই বুঝার জানার তৌফিক দিন। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ