Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে করোনায় নতুন মৃত্যু ৫, সনাক্ত ৬৫, সনাক্তের হার ৩৭%

জুনে করোনায় মোট মৃত্যু ২৯

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ৩:৪৮ পিএম

নাটোরে গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক জন সহ জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নাটোরে ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৬৫ জন সনাক্ত হয়েছে। এতে করে সংক্রমণের হার ৩৭.১৪%। যা গতদিনের চেয়ে ৬.৯০% বেশী। জেলায় মোট সনাক্ত ৩৭৮০জন। সুস্থ হয়েছেন ১৭৩০ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১হাজার ৮’শ জন।

এদিকে সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের ৫০ শয্যার বিপরীতে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন। ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জেলায় এযাবত করোনায় মোট মৃত্যু ৫৪ জন। আর এই জুন মাসে মারা গেছেন ২৯ জন মানুষ।

এদিকে পূর্ব ঘোষিত লক ডাউনের আজ শেষ দিন। ১ জুলাই থেকে আবারোও ১ সপ্তাহের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ