Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গুড়ায় ৩৫ কোটি টাকার সরকারী সম্পত্তি বেদখলে চলে যাচ্ছে

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া পৌরসভার প্রাণকেন্দ্রে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ২৭ বিঘা পতিত সম্পত্তি রক্ষণাবেক্ষণের অভাবে ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে। যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা। বৃটিশ ও পাকিস্তান আমলে এই সম্পত্তির ওপর সরকারী ইটের ভাটা ছিল। ১৯৯৫ সাল পর্যন্ত এখানে কয়েক লাখ ইট মওজুদ করা ছিল। পরবর্তীতে কতিপয় অসাধু লোকজন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগসাজশে সব ইট আত্মসাৎ করে। বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ এই স্থানে যে কোন ধরনের স্থাপনা নির্মাণ নিষেধ করে একটি সাইন বোর্ড লাগিয়ে দিলেও কতিপয় ব্যক্তি মোটা অংকের টাকার বিনিময়ে এখানে অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে। এগুলো জমি দখলের পাঁয়তারার একটি অংশ। ইতোমধ্যে ১৩টি বসতির অবস্থান লক্ষ্য করা গেছে। এ ছাড়াও কয়েকজনকে অবৈধভাবে খড়ের পালা, গোয়াল ঘর ও একচালা ঘর তুলে এ সম্পত্তি দখল নিতে দেখা যায়। এ ব্যাপারে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেকুজ্জামানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জায়গার বিষয়টি স্বীকার করলেও বেদখলের বিষয়ে কিছু জানাতে পারেননি সাংবাদিকদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙ্গুড়ায় ৩৫ কোটি টাকার সরকারী সম্পত্তি বেদখলে চলে যাচ্ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ