বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক : গতকাল বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ১৬ ব্যক্তি আহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্টে আদমদীঘিতে ১ গোপালগঞ্জে ১ ও মাদারীপুরে ১ জন নিহত হবার খবর পাওয়া গেছে।
বগুড়ায় ১ জন নিহত
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার সান্তাহারে রাস্তা পার হবার সময় মটরসাইকেলে ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে এবং মটর সাইকেল চালকসহ আরো ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার-তিলকপুর সড়কের হেমায়েত খালির দক্ষিণ পার্শ্বে পুলিশ বক্সের নিকট রাস্তা পার হবার সময় তিলকপুরগামী মটর সাইকেলে ধাক্কায় আব্দুল জলিল (৫৫) নামে এক ব্যাক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে উপর পোঁওতা টিকরী পাড়ার মৃত ইলিম সরদারের ছেলে। এ রিপোট লেখা পর্যন্ত মটর সাইকেল চালকসহ আহত ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।
গোপালগঞ্জে ট্রলি উল্টে শ্রমিক নিহত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জে ট্রলি উল্টে বিল্লাল সিকদার (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এতে রতন (২২) নামে অপর শ্রমিক আহত হয়। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলাল গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের ওয়াজেদ সিকদারের ছেলে।
আহত শ্রমিক রতন জানান, দুপুরে বালু ভর্তি একটি ট্রলি মনিকদাহ গ্রামে উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিল্লাল মারা যায়। এতে সে (রতন) আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর ট্রলির চালক পালিয়ে যায় বলে রতন জানায়।
শরণখোলায় ৮ যাত্রী আহত
শরণখোলা উপজেলা সংবাদদাতা জানান, শরণখোলা-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮/৯ জন যাত্রী আহত হয়েছে। গতকাল শুকবার বিকেল ৩টার দিকে শরণখোলার আমড়াগাছিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরণখোলা থেকে মোড়েলগঞ্জগামী যাত্রীবাহী তাসনিন পরিবহনের একটি বাস আমড়াগাছিয়া নামক স্থানে পৌছলে ঢাকা থেকে শরণখোলাগামী যাত্রীবাহী বনফুল পরিবহনের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ৮/৯ জন যাত্রী আহত হয়। আহতরে মধ্যে আসাদুল (৩৫), সাবিনা (১৮), শিউলি (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ।
শরণখোলায় সার বোঝাই ট্রাক খাদে
শরণখোলা উপজেলা সংবাদদাতা জানান, বাগেরহাটের শরণখোলায় সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার নলবুনিয়া ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদর রায়েন্দা বাজারের সার ডিলার সহিদুল ইসলামের ২শ’ বস্তা ১০ মে.টন টিএসপি সার নিয়ে খুলনা মেট্রো ১১-১০১২ নম্বরবাহী একটি ট্রাক পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী বাজারে যাচ্ছিল । ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে ।
আহত ছাত্রের মৃত্যু
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টায় মাদারীপুরের রাজৈর টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ মাঝি (১৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের রাঘধি নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কালেগে গুরুতর আহত হওয়ার পর রাত ১১টায় ফরিদুপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে মারা গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। ছাত্র সৌরভ মাঝির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বোয়ালখালীতে আহত ৪ জন
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালী অংশে ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আরকান সড়কের রাইখালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ৪ জনের মধ্যে ইফতেখার নামের ১ জনকে আশংকা জনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার আরকান সড়কের রাইখালী এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে শাকপুরা ছেড়ে আসা ১টি মোটর সাইকেল গোমদন্ডী ফুলতলী ছেড়ে আসা দ্রæতগতির অপর ১টি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।