Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাতীর দেয়া আগুনে পুড়ে গেল দাদাবাড়ির ছয়টি ঘর

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা: নাটোরে নাতীর দেয়ার আগুনে পুড়ে গেল দাদাবাড়ির ছয়টি ঘর। এতে ভ‚ষ্মিভ‚ত হয়ে প্রায় ১০ লাখ টাকার সম্পদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের মালিগাছায় লাল চাঁদ শাহ্’র নাতী রাসেল (৮) শুক্রবার সকালে খেলার ছলে বাড়িতে থাকা শুকনো পাট সলায় আগুন দেয়। মূহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছু সময় চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেল। ইতোমধ্যেই লাল চাঁন শেখের ছয়টি ঘর এবং ঘরে থাকা অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। দয়ারামপুরের ফায়ার ষ্টেশনের সাব অফিসার নুর মোহাম্মদ শেখ জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাতীর দেয়া আগুনে পুড়ে গেল দাদাবাড়ির ছয়টি ঘর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ