Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:০১ এএম

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে কবীরকে ভর্তি করা হয়েছে। তার জ্বর ও অন্যান্য কিছু সমস্যাও রয়েছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে কলকাতার সংবাদমাধ্যম জানাচ্ছে, অক্সিজেন দিতে হচ্ছে শিল্পীকে। তার কোভিড পরীক্ষাও করা হচ্ছে। শরীরের বার্ধক্যজনিত নানা ধরনের সমস্যা রয়েছে। ৭৮ বছরের এ শিল্পীর চিকিৎসার জন্য দুই সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
গত রোববার রাতেই কবীর সুমনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ওই রিপোর্টের ওপর চিকিৎসকরা ভরসা রাখতে পারছেন না। চিকিৎসকদের কথায়, এই রিপোর্ট অনেক সময় ভুল হতে পারে।
গতকাল সোমবার শিল্পীর আরটিপিসিআর টেস্টও করা হয়। বুকের এক্সরে রিপোর্টে ফুসফুসের নিম্নভাগে সংক্রমণ ধরা পড়েছে। অ্যান্টিবায়োটিক চলছে কবীর সুমনের। এ ছাড়া রক্ত পরীক্ষা করা করা হয়েছে। গলায় ব্যথা থাকায় তিনি শক্ত খাবার খেতে পারছেন না। সূত্র : ইন্ডিয়া টিভি নিউজ, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ