Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত লাখ পিস ইয়াবা মামলা ফারুককে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:০১ এএম

৭ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার আসামি মো. ফারুকের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয়েছে। গত রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি গতকাল সোমবার নিশ্চিত করেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। গত ৩১ মার্চ হাইকোর্টের এক জামিন আদেশের পরিপ্রেক্ষিতে কারামুক্তি হয়েছিলেন আসামি মো. ফারুক। ফারুকের পক্ষে হাইকোর্টে শুনানি করেন অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান। প্রসঙ্গত : ২০১৬ সালের ২৯ নভেম্বর র‌্যাব-৭ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাছে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। ওই সময় গ্রেফতার করা হয় ফারুক ও আবুল কালামসহ ৭ ব্যক্তিকে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গত ৩১ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান মো. ফারুক। ওই আদেশের প্রেক্ষিতে তিনি কারামুক্তও হন। পরে তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করে সরকারপক্ষ। আবেদনের শুনানি শেষে ফারুকের জামিন স্থগিত করে তাকে আত্মসমর্পণের আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ