Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে নেসকোর প্রি-পেইড মিটার নিয়ে ক্ষুব্ধ মানুষ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:০১ এএম

করোনাকালে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সাধারণ বৈদ্যুতিক মিটার ছেড়ে প্রি-পেইড মিটার বসাতে গিয়ে এলাকাবাসীর বাধারমুখে পড়লো কর্মীরা। গতকাল সোমবার আহম্মদপুর এ ঘটনা ঘটে। একেতো করোনার ভয়ঙ্কর ছোঁবল অন্যদিকে দল বেঁধে নেসকোর লোকজন। সাধারণ মানুষ এ সময় তাদের তৎপরতাকে সহজভাবে নিতে পারেনি। এমনিতেই রাজশাহীর মানুষ প্রিপেইড মিটারের বিপক্ষে।
এদিকে করোনাকালে প্রি-পেইড মিটারে ভৌতিক বিলসহ নানা বিড়ম্বনা হওয়ায় তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। অবিলম্বে প্রি-পেইড মিটার প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
জানা গেছে, গত বছরের ৮ অক্টোবর থেকে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় পাঁচ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের কাজ শুরু করেছে নেসকো। বর্তমানে বিভিন্ন স্থানে প্রি-পেইড মিটার বসানোর কার্যক্রম চলছে। কিন্তু এই মিটার নিয়ে দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। উদ্বোধনের পর গত ২৮ অক্টোবর এর বিরোধিতা করে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
এদিকে, নেসকোর প্রি-পেইড মিটার বসানোর প্রতিবাদে রোববার বেলা ১১টায় সভা করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এসময় পরিষদের নেতারা বলেন, রাজশাহীতে কোন শিল্প কারখানা নেই। মানুষের আয়ের বড় কোন উৎসও নেই। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান আর কৃষিভিত্তিক এই অঞ্চলের অর্থনীতি। এখানে নেসকো মিটার না দেখেই প্রতিমাসে গ্রাহকের কাছ থেকে ভৌতিক বিল আদায় করছে। কিন্তু সামান্য ঝড়-বাতাসে এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সরবরাহের কারণে এখানে শর্টসার্কিটের মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ভ‚-গর্ভস্থ সঞ্চালন লাইন স্থাপনের কোন উদ্যোগ নেই। অথচ গ্রাহক ভোগান্তি বাড়াতে প্রি-পেইড মিটার চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
তারা জানান, প্রি-পেইড মিটারের কারণে ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ দেখা দিয়েছে। ভেনডিং মেশিনে মিটার রিচার্জের জন্য ওই অঞ্চলের মানুষদের বিড়ম্বনায় পড়তে দেখা গেছে। মিটার রিচার্জের জন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিন অপেক্ষা করতে হয়। তাদের দাবি, এই প্রি-পেইড মিটার যেন রাজশাহীবাসীর ওপর চাপিয়ে দেয়া না হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহ-সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. জামাত খান, উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, বিশিষ্ট আইনজীবী শফিকুল ইসলাম নারীনেত্রী কল্পনা রায়, সেলিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু, প্রকৌশলী ফারুক হোসেন, প্রকৌশলী খাজা তারেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া হাসান ও কেএম জোবায়েদ হোসেন জিতু প্রমুখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাত খান বলেন, নগরীতে ভূ-গর্ভস্থ সঞ্চালন লাইন স্থাপনের কোন উদ্যোগ নিচ্ছে না নেসকো। যে সেবার নামে নেসকো গঠন হয়েছে সেই সেবা রাজশাহীর মানুষ পাচ্ছেন না। উল্টো ভূতুড়ে বিল, অনিয়ম-দুর্নীতি আর বিদ্যুতের ভেলকিবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এদিকে খেয়াল না করে নেসকো প্রি-পেইড মিটারের দিকে ঝুঁকেছে। অথচ রাজশাহীর মানুষ বিল বকেয়া রাখে না। এবার নেসকো ছয় কোটি টাকা লাভও করেছে। তারপরও বর্তমানে গ্রাহকের সচল সব মিটার ফেলে দিয়ে প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেসকোর প্রি-পেইড মিটার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ