Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের স্পোর্টস ড্রামায় মুমতাজ সরকার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:০২ এএম

জাদু কিংবদন্তী পিসি সরকার জুনিয়রের কন্যা মুমতাজের বলিউড অভিষেক হয়েছিল ‘সালা খাড়ুস’ ফিল্মটি দিয়ে এবার তাকে বলিউডের একটি স্পোর্টস ড্রামাতে দেখা যাবে ক্রিকেটারের ভূমিকায়। কোভিড-১৯-এর জন্য মাঝপথে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় মুমতাজ এখন বাড়িতে শ্যাডো অনুশীলন করে যাচ্ছেন। ‘পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে শুট শুরু হবে। এটি ক্রিকেট নিয়ে নির্মিত হচ্ছে। এর অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। এখনই কিছু বলতে পারছি না তবে আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ,’ মুমতাজ বলেন। তিনি আরও বলেন, ‘স্কুল জীবন থেকেই আমি খেলাধুলা করে এসেছি, বক্সিং, টেনিস, বাস্কেটবল সব, ওয়াইএমসিএতে অনেক স্বর্ণপদকও জয় করেছি। তবে ক্রিকেটই আমাকে আকর্ষণ করতে পারেনি। অদ্ভুত লাগবে শুনতে যেখানে সারা ভারত এই খেলার জন্য পাগল আমি নই। তবে এখন খেলাটি আমার ভাল লাগছে। আমি খেলেছি, প্রশিক্ষণও নিয়েছি। এখন আরও ভাল লাগছে।’ তিনি জানান, সৌরভ গাঙ্গুলী, সচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং ঝুলন গোস্বামী তার প্রিয় ক্রিকেটার। ব্যাটিং না বোলিংয়ে ভাল তিনি? ‘আমার মনে হয় বোলিংয়েই ভাল। এই ফিল্মে আমি বোলারের ভূমিকায় অভিনয় করছি তো। তবে ব্যক্তিগতভাবে উভয়ই পছন্দ করি, দুটোরই ভাল দিক আছে’ তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুমতাজ সরকার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ