বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকায় লকডাউনকে পুঁজি করে দোকানদারদের কাছ থেকে টাকা আদায়ের সময় হাবিবুর রহমান নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল রোববার দুপুরে চৌমুহনী হকার্স মার্কেট থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাবিবুর রহমান চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের অলি উল্যার ছেলে।
জানা গেছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে গত শনিবার থেকে চৌমুহনী পৌরসভায় লকডাউন ঘোষণা করে প্রশাসন। লকডাউন চলাকালে বাজারে দোকান খোলা রাখায় শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে হাবিবুর রহমান হকার্স মার্কেট এলাকায় খোলা থাকা কয়েকটি দোকানে গিয়ে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবি করে। বিষয়টি ব্যবসায়ীদের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।