Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

শর্ট সার্কিটে পুড়ল ইলেক্ট্রনিক্স সামগ্রী

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০১ এএম

বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সিলিমপুর এলাকায় পিজিসিবির ১ লাখ ৩২ হাজার ভোল্টের একটি তার নেসকো লি. এর ৪০০ ভোল্টের তারের উপর ঝুলে পড়ায় শর্টসার্কিটের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।

এরফলে তাৎক্ষণিক সিলিমপুর উত্তরপাড়া এলাকার শতাধিক বাড়ির টিভি, ফ্রিজ, ফ্যান, ইলেট্রিক মোটরসহ সকল ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসী জানান, এতে তাদের প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। নেসকো লি. এর ডিভিশন-৩ এর সহকারী প্রকৌশলী জানান, গত শনিবার বেলা ১২টার দিকে ঐ তার আংশিকভাবে ঝুলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করা হয় । কিন্তু সন্ধ্যার পর পুনরায় একই ভাবে ওই তার ঝুলে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুড়ল ইলেক্ট্রনিক্স সামগ্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ