প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কণ্ঠশিল্পী চন্দন সিনহাকে পর্দায় খুব একটা দেখা যায় না বললেই চলে। ব্যতিক্রমী কিছু আয়োজনে মাঝে মাঝে ছোটপর্দায় হাজির হন এই শিল্পী। এবারে বাংলাদেশ টেলিভিশনে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী চন্দন সিনহা। বিটিভির বিশেষ একক সংগীতানুষ্ঠান ‘আমার যত গান’ অনুষ্ঠানের গান পরিবেশন করবেন এই শিল্পী। আজ রাত ১০ টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে অন্ষ্ঠুানটি। অনুষ্ঠানের এই পর্বে শিল্পী চন্দন সিনহা গেয়ে শোনাবেন নিজের গাওয়া ছায়াছবির ৪টি গানসহ মোট ৮টি মৌলিক গান। গানগুলো হলো-তোমাকে চাই এ বসন্তে, যদি ফুলের মত জীবন ঝরে যায়, তোমাকে যে কথা আমি বলতে চাই, তুমি বিশ্বাস কর না কর, তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, ঠিকানাবিহীন তোমাকে খুঁজব কোথায়, তুমি আমি চলো না এবং আমি নিঃস্ব হয়ে যাব। আমার যত গান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।