Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাবাহিক নাটক মেহমান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

এনটিভিতে আজ রাত ৮.২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেহমান’। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। আহসান আলমগীরের রচনায় নাটকটি পারিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন, জাকিয়া বারী মম, সাজু খাদেম, আরফান আহমেদ, নিলয় আলমগীর, রওনক হাসান, তানজিকা, অর্ষা, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মারজুক রাসেল, জয়রাজ, শামীম সরকার, জামিল প্রমূখ। ‘রহমান মিয়া গ্রামের সম্পদশালী মানুষ, স্বভাবে বেশ কৃপণ। তার স্ত্রী শেফালী একেবারে ভিন্ন মেরুর, অনেক দিল দরিয়া মানুষ। প্রতি বেলায় তার ঘরে মেহমান থাকা চাই। এই নিয়ে স্বামী-স্ত্রীর দা-কুমড়া সম্পর্ক। কিন্তু স্ত্রী এতটাই মেজাজী, রহমান ভয়ে স্ত্রীর কথা টপকাতে পারেনা। এই দম্পতির কোন সন্তান নাই, কাদের ও ময়নাকে তারা ছোট থেকেই লালন পালন করছে, তাই কাদের ও ময়না তাদের মা-বাবা ডাকে। বড় বিপদে আছে কাদের ও ময়না, বাবার পক্ষ নিলে মা রাগ করে, মায়ের পক্ষ নিলে বাবা রাগ করে। বাধ্য হয়েই কাদের ও ময়না বাবা-মা’র সাথে তাল মিলিয়ে চলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক মেহমান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ