Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্দিক আবু বকরের লেখা গানে শ্রীকান্ত আচার্য ও শুভমিতা

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার সিদ্দিক আবু বকরের লেখা পাঁচটি গান নিয়ে ‘রৌদ্রের জল’ শিরোনামে একটি অডিও মিক্সড অ্যালবামের রেকর্ডিং স¤প্রতি শেষ হয়েছে কোলকাতাস্থ ভাইব্রেশন্স রেকর্ডিং স্টুডিওতে। অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কলকাতার প্রখ্যাত কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য ও শুভমিতা ব্যানার্জী। সুর ও সঙ্গীতায়োজন করেছেন পার্থ মজুমদার। অ্যালবামটির গানগুলোতে ক্ল্যাসিকাল ধাঁচের সঙ্গে সঙ্গীতের আধুনিক ধারার এক প্রকার মেলবন্ধন ঘটেছে বলে জানিয়েছেন সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। গানগুলোর শিরোনাম হলো ‘যার মনের গভীরে বসবাস কর’, ‘সে পড়লেও আকাশ কখনো’, ‘যা হবার তো হয়েই গেছে’, ‘কতোটা সুখ বিসর্জনে আমি সুখী’ ও ‘না পাওয়াকে হারিয়ে দিতে’। এর মধ্যে, দুটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রীকান্ত আচার্য এবং তিনটি গানে কণ্ঠ দিয়েছেন শুভমিতা ব্যানার্জী। অ্যালবামটির কাজ প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই শ্রোতাদের কাছে গানগুলো পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গানগুলোর রচয়িতা গীতিকবি সিদ্দিক আবু বকর। তিনি জানিয়েছেন, গানের বাণী, সুর, যন্ত্রাণুষঙ্গ ও কণ্ঠশিল্পীদের গায়কীÑ প্রতিটি ক্ষেত্রেই কোয়ালিটি বজায় রাখবার সর্বোচ্চ আন্তরিক চেষ্টা করা হয়েছে। কিছু ভালো গান সৃষ্টির চেষ্টা হিসেবেই এই প্রয়াস। তিনি বলেন, শ্রীকান্ত আচার্য, শুভমিতা ব্যানার্জী ও সংশ্লিষ্ট সকলেই গানগুলোর ব্যাপারে ইতোমধ্যে সন্তুষ্টি ব্যক্ত করেছেন। এখন বাকিটা শ্রোতাদের ও সঙ্গীত বোদ্ধাদের বিচার্য বিষয়। আসন্ন পূজার সময়ে অ্যালবামটি রিলিজ করবার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিদ্দিক আবু বকরের লেখা গানে শ্রীকান্ত আচার্য ও শুভমিতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ