Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসি বিস্ফোরণে দগ্ধ উত্তরা মোটরসের ডিএমডির মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০০ এএম

এসি বিস্ফোরণে দগ্ধ উত্তরা মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ডুরান্ড মেহদাদুর রহমান (৫১) মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত ১৯ জুন ভোর সাড়ে ৪টায় এসি বিস্ফোরণে দগ্ধ হন তিনি। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃতের চাচা উত্তরা মোটরসের জেনারেল ম্যানেজার মতিউর রহমান বলেন, আমরা এখন কিছুই বলতে পারব না। এ বিষয়ে আমাদের জনসংযোগ শাখা থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হবে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, শুক্রবার রাত পৌনে ১টায় ডুরান্ড নামে উত্তরা মোটরসের একজন কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গুলশান থানার এসআই বায়েজীদ বোস্তামী বলেন, খবর পেয়ে আমরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এসেছি। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় বেলা ১টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, গত ১৯ জুন নিজ বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হন ডুরান্ড মেহদাদুর রহমান। তিনি গুলশানের ৮ নম্বর রোডের ১১ নম্বর বাসায় থাকতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ