Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদপুরে এসি বিস্ফোরণে আহত ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

রাজধানীর মোহাম্মদপুরের টাউনহলে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটে এসির কম্প্রেসার বিস্ফোরণে মো. সজীব (৩৫) ও মো. আলমগীর হোসেন (৩৬) নামের মেইনটেনেন্সের দুজন সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বপ্ন সুপার শপের কর্মকর্তা সাদ্দাম বলেন, আমাদের এসির কোনো সমস্যা হলে যেকোনো আউটলেটে তারা (আহতরা) কাজ করেন। দুপুরে টাউনহলের আউটলেটে কাজ করতে আসেন তারা। কাজের এক সময় বিকট শব্দে কম্প্রেসার বিস্ফোরণে এসি মেইনটেনেন্সের এ দুজন গুরুতর আহত হন।
পরে আমরা দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তাদের অবস্থা খুবই গুরুতর। এখনও কিছুই বলা যাচ্ছে না। এখানে তাদের চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুরের টাউনহল স্বপ্ন সুপার শপে এসি বিস্ফোরণের দুজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল এসেছেন। তাদের চিকিৎসা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ