Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চীনের আন্তর্জাতিক জাদুঘর এক্সপোতে বাংলাদেশ

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চীনের সেংডু (chengdu)-তে বাংলাদেশের ঐতিহ্য প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত ‘‘৭ম আন্তর্জাতিক জাদুঘর, জাদুঘর সংশ্লিষ্ট দ্রব্যাদি ও কারিগরি’’ শীর্ষক প্রদর্শনীতে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ (আইকম) বাংলাদেশ জাতীয় কমিটি অংশগ্রহণ করে। প্রদর্শনীতে আন্তর্জাতিক জাদুঘর প্যাভিলিয়নে বাংলাদেশের ঐতিহ্যের আলোকচিত্র ও টেরাকোটার রেপ্লিকা প্রদর্শনী করা হয়। প্রদর্শনী ও সেমিনারে আইকম বাংলাদেশের চেয়ারপারসন ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক কীপার জাহাঙ্গীর হোসেন ও আইকম বাংলাদেশের সেক্রেটারি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করেন। ৫ দিনের অনুষ্ঠানমালায় প্রদর্শনী ছাড়া ‘‘দি সিল্কি রোড অ্যান্ড ইন্টারন্যাশনাল মিউজিয়াম ফোরাম’’ শীর্ষক দুটি সেমিনার ও একটি গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শান জি সিয়াং, পরিচালক, প্যালেস মিউজিয়াম, চীন। বক্তব্য রাখেন আইকমের প্রেসিডেন্ট অধ্যাপক সয়ে-আকসো (sauy akso)। বক্তব্য রাখেন চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কালচারাল হেরিটেজের মহাপরিচালক Mr. Liu Yu Zhu,। সভাপতিত্ব করেন একই প্রতিষ্ঠানের উপ-মহাপরিচালক Mr. Guan Qiang। দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক আলর্বাট্রো গারলানডিনি (albertro Garlandini), ভাইস প্রেসিডেন্ট অব আইকম, ‘ দি নিউ চ্যালেঞ্জ অব মিউমিয়ামস ইন এ গেøাবাল ওয়ার্ল্ড’’ শীর্ষক প্রবন্ধ; অধ্যাপক কিডংবে (Prof. kidong bae), আইকম এশিয়া প্যাসিফিকের সভাপতি, ‘‘সিল্ক রোড মিউজিয়াম অন সিল্ক রোড; মিউজিয়াম অ্যাজ কানেকশন ফর ইন্টারকালচারাল আন্ডারস্ট্যান্ডিংস’’ শীর্ষক প্রবন্ধ; চীনের গুয়ানডং জাদুঘরের পরিচালক ড. উই জান (Dr. wei jun) ‘‘সিল্ক রোড, মেরিটাইম সিল্ক রোড’’ শীর্ষক প্রবন্ধ; আইকম নির্বাহী পরিষদের সদস্য মি. বিনোদ দানিয়েল (mr. vinod daniel) ‘‘নিউ অ্যাপরোচেস ইন মিউজিয়ামস কালেকশন্স কেয়ার অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট’’ শীর্ষক প্রবন্ধ এবং ‘সিল্ক এক্সিবিশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মি. ই. জান (mr. e. jun), উপ-মহাপরিচালক, ডিপার্টমেন্ট অব কালচার, গানসু প্রদেশ, চীন। দ্বিতীয় অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব¡ করেন আইকম আরবের ভাইস প্রেসিডেন্ট ড. ওসামা আবদেল মেগুইদ (Dr. Ossama Abdel meguid) এবং আইকম বাংলাদেশের চেয়ারপারসন জাহাঙ্গীর হোসেন। আলোচনায় অংশগ্রহণ করে বাংলাদেশের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞগণ। প্রতিনিধিগণ এই সময়ে চীনের জিনসা সাইট মিউজিয়াম, সেংডুু মিউজিয়াম, উ লু সারাইন মিউজিয়াম, সেংডু ইউনিভারসিটি স্পোর্টস মিউজিয়াম এবং সেচুয়ান মিউজিয়াম পরিদর্শন করেন। সেচুয়ান মিউজিয়ামে এ উপলক্ষে ‘টি হর্স রোড’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে চীনে চায়ের উৎপত্তি, বাণিজ্য এবং চায়ের সাথে সম্পৃক্ত দ্রব্যাদি, দলিলপত্র প্রদর্শিত হয়। প্রতিনিধি দল চীনের বিখ্যাত জায়েন্ট প্যান্ডা ব্রিডিং কেন্দ্রও পরিদর্শন করেন। চীন গত ১২ বৎসর যাবৎ প্রতি দু’বছর অন্তর এই মিউজিয়াম এক্সপো প্রদর্শনীর আয়োজন করে আসছে। এবারের প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় তিন হাজার জাদুঘর বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ এবং জাদুঘর দ্রব্যাদি উৎপাদন ও বিপণনের সাথে সংযুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনের আন্তর্জাতিক জাদুঘর এক্সপোতে বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ