Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় এক চোখ গেল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০১ এএম

কিছুদিন আগেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন সংগীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়। এরপর গত শুক্রবার থেকে হঠাৎ তিনি চোখে ঝাপসা দেখতে শুরু করেন। তার দৃষ্টিশক্তির ৮০ শতাংশই চলে যায়। আর সে কথা তিনি নিজেই ফেসবুক পোস্টে তুলে ধরেন।

পরমা হঠাৎ করেই বাম চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। তবে ডান চোখটা ঠিক আছে। আবার ডান চোখটা একহাত দিয়ে চেপে ধরলেই শুধু একটা রিংয়ের মতো দেখছেন গায়িকা। অথচ কোনও ব্যথা নেই, পানি নেই। হঠাৎ করেই এমন হয়েছে বলে জানান তিনি।
পরমা আরও জানান, আমার এক মাস আগে করোনা হয়েছিল। তারপর আবারও কাঁপুনি দিয়ে জ্বর আসে। পেট ফুলছিল, চিকিৎসক বিভিন্ন টেস্ট দিলেন, তাতে কিছুই বের হয়নি। শুধু একটা ইনফেকশন আছে সেটা বোঝা যায়, কোথায় সেটা স্পষ্ট নয়।

পরে অ্যান্টিবায়োটিক খেয়ে জ্বর কমলেও ইনফেকশন কমেনি। এরপর হঠাৎ আমার চোখের দৃষ্টি চলে যায় বলে জানান তিনি। পরমা বলেন, ‘আমি রেটিনা সার্জনের সঙ্গে যোগাযোগ করি। তিনি বিষয়টা দেখে বেশ চিন্তিত। আই অ্যাঞ্জিওগ্রাম হলো। রেটিনা থেকে ফ্লুইড সংগ্রহ করা হয়েছে। সেটা পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে।’
এদিকে নিজের সঙ্গে ঘটে যাওয়া পুরো বিষয়টি নিয়ে অনুরাগীদের সতর্ক করেছেন পরমা। সবাইকে সাবধানে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।সূত্র : জি২৪ ঘণ্টা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ