প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হেলেন কেলারের ১৪১তম জন্মবার্ষিকী ‘হেলেন কেলারস্ ডে ২০২১’ উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘ঢাকুরিয়া নাট্যমুখ’ আয়োজিত ‘আন্তর্জাতিক অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’-এর শেষদিনে আজ রাত আটটায় (ভারত সময় সাড়ে সাতটা) দলটির ফেসবুক পেজ ও ইউটিউিব চ্যানেল থেকে সম্প্রচার হবে নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’। দিবসটি উদযাপনের জন্য স্বপ্নদল দেশে আয়োজন করেছে ফেসবুক লাইভ আলোচনা ও মনোড্রামা ‘হেলেন কেলার-এর আংশিক অভিনয়। স্বপ্নদলের প্রতিষ্ঠাতা-প্রধান সম্পাদক জাহিদ রিপনের ফেসবুক থেকে অনুষ্ঠানটি সম্প্রচার হবে। জাহিদ রিপনের সঞ্চালনায় এতে অতিথি ও আলোচক হিসেবে থাকবেন ভারতের আসামের গুয়াহাটিস্থ উইংস থিয়েটারের প্রতিষ্ঠাতা ও ভারতের হেলেন কেলার ভূমিকার অভিনেত্রী নাট্যজন কিসমত বানো, ভারতের মহারাষ্ট্রের পুনেস্থ নাট্যসংগঠন অগ্নিমিত্র-র সংগঠক-অভিনেতা নাট্যজন সমীরণ ভৌমিক, জাপানের টোকিওস্থ সাংস্কৃতিক সংগঠক দম্পতি তোমোকো তিথি-খন্দকার আসলাম হীরা, স্বপ্নদলের হেলেন কেলার ভূমিকার অভিনেত্রী নাট্যজন জুয়েনা শবনম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।