বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার গাবতলী উপজেলা পরিষদে ক্লিনার হিসেবে কর্মরত ৩০ বছর বয়সি সুমন চন্দ্র বাঁশফোড়ের ইসলাম গ্রহনের সপ্তাহের ব্যবধানে তাঁর স্ত্রী , ২ কন্যা ও পুত্র ইসলাম গ্রহন করেছে। মোঃ আব্দুল মোমিন নামের এই নও মুসলিম জানিয়েছেন, গত জুম্মা বারের আগের জুম্মায় তিনি গাবতলী উপজেলা মসজিদে জুম্মার আগে কলেমা পাঠ করে ইসলাম গ্রহন করে জুম্মার নামাজ আদায় করেন ।
এরফলে তিনি তার স্ত্রী, ২ কন্যা ও ২ পুত্রকে ছেড়ে পৃথকভাবে বসবাস শুরু করেন। তবে গত জুম্মা অর্থাৎ ২৫ জুন তার স্ত্রী কন্যা কলেমা তৈয়বা ও কলেমা শাহাদাৎ এবং ইমানে মোফাচ্ছাল উচ্চারণ করে ইসলামে দীক্ষিত হয়। এর ফলে তার স্বাভাবিক জীবন যাপনের সব বাধা দুর হয়ে যায়। শনিবার দুপুরে দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধাণ ও বিশেষ সংবাদদাতা মহসিন রাজু তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা স্বরুপ মিষ্টান্ন দ্রব্য প্রদান করেন। এসময় তার কাছে জানতে চাওয়া হয় তার কোন সমস্যা হচ্ছে কিনা ্, কোন সহায়তা প্রযোজন কিনা ?
জবাবে মোমিন বলেন , আলহামদুলিল্লাহ , আমি আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলাম , তিনি যেন আমার স্ত্রী, কন্যাদ্বয় ও পুত্রকে ফিরিয়ে দেন , প্রদর্শন করেন সত্য পথ। আল্লাহ আমার কথা শুনেছেন তারা সুপথ প্রাপ্ত হয়েছে। আমি মাত্র ৭ দিনের মধ্যেই তাদের ফিরে পাব এটা কখনো ভাবিনি। তাই আমার আর কিছু চাইনা। সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহই উত্ততম রিজিকদাতা। আমরা এখন তাঁর ওপরই নির্ভর করবো।
মোমিন জানান, ইসলাম গ্রহনের পর তার স্ত্রীর নাম খাদিজা খাতুন, বড় কন্যার সুমাইয়া ,ছোট কন্যার নাম ফাতিমা এবং ছেলের নাম মোঃ আব্দুল্লাহ রাখা হয়েছে । তিনি আরো জানান, কার বড়ো মেয়ে স্কুলে পড়ে, তাকে তিনি মাদ্রাসায় ভর্তি করে দেবেন বলে মনস্থ করেছেন।
এ সময় ইনকিলাব ব্যুরো প্রধানের সাথে ছিলেন ইনকিলাবের গাবতলী প্রতিনিধি আল আমিন, দৈনিক বগুড়ার রিপোর্টার আবু মুসা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।