বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নমুনা পরিক্ষা হ্রাসের সাথে দক্ষিণাঞ্চলে করোনা সনাক্তের সংখ্যা কিছুটা কম মনে হলেও পরিস্থিতি এখনো ঝুকিপূর্ণ। বরিশাল মহানগরীর বাইরে পিরোজপুর ও ঝালকাঠীতে সনাক্তের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনকহারে বাড়ছে। তবে শণিবার দুপুরে পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনে কোন মৃত্যু সংবাদ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এসময়ে ৭৭৬ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ছিল ১৯৫ জন।
তবে শণিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে যে মাত্র ১৪৩ জনের নমুনা পরিক্ষা হয়েছে তার বিপরিতে সনাক্তের সংখ্যা ছিল ৭৪। সনাক্তের হার ছিল ৫০%-এরও ওপরে। যা অত্যন্ত ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকগন। এনিয়ে চলতি মসের ২৬ দিনে দক্ষিণাঞ্চলে যে মোট ৭ হাজার ১৫২ জনের নমুনা পরিক্ষা হয়েছে, তার মধ্যে ১ হাজার ৬৩০ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। যার মধ্যে বরিশাল মহানগরীতেই সনাক্তের সংখ্যা ২৯৮। আর এপর্যন্ত দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত ২৯৮ জনের মধ্যে মহানগরীতেই সংখ্যাটা ৬৮। গত ১০ দিনে দক্ষিণাঞ্চলে গড় মৃত্যুর হার দশমিক ৪% হ্রাস পেয়ে শণিবার দুপরে ছিল ১.৭৭%। আর গত ১৫ মাসে এ অঞ্চলে যে সর্বমোট ১ লাখ ১৪ হাজার ১৫৫ জনের নমুনা পরিক্ষা সম্পন্ন হয়েছে, সেখানে সনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১৬ হাজার ৮৬৮। গত তিন দিনে সনাক্তের হার দশমিক ৪ শতাংশ বেড়ে শণিবার সকালে ১৪.৮৩%-এ স্থির হয়েছে।
গত ২৪ ঘন্টায় মহানগরী সহ বরিশাল জেলায় মাত্র ৬৬ জনের নমুনা পরিক্ষা হলেও সনাক্তের সংখ্যা ছিল ১৩। যারমধ্যে মহানগরীতেই আক্রান্তের সংখ্যা ৮। মহানগরীতে ৫ হাজার ৬৩৩ জন সহ বরিশাল জেলায় মোট সনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ১৫৫তে। বরিশাল জেলায় এপর্যন্ত মোট মৃতের সংখ্যা ১২৬। যার মধ্যে মহানগরীতেই মারা গেছেন ৬৮ জন।
গত ২৪ ঘন্টায় ঝালকাঠীতে ৩৯ জনের নমুনা পরিক্ষায় ২৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ৫৫৪ জন আক্রান্তের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে এখনো আক্রান্তের হার দক্ষিণাঞ্চলের সর্বাধীক ১৯.৫৯%, মৃত্যুহারও দ্বিতীয় সর্বোচ্চ ২.০৬%।
পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ২৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত মোট সনাক্ত ২ হাজার দুই জনের মধ্যে মারা গেছেন ৩৩ জন। খুলনা-বাগেরহাটের সীমান্তবর্তি এ জেলাটিতে গত দশদিনে ব্যাপক হারে করেনা বিস্তারের পরে জেলা সদর সহ ৩টি পৌরসভায় কঠোর লকডাউন কার্যকর হয়েছে।
বরগুনাতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে গত এক সপ্তাহে করোনা সংক্রমনের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতোমধ্যে এ জেলায় ১ হাজার ৩৬০ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হলেও মারা গেছেন ২৮ জন। জেলাটিতে সনাক্তের হার দক্ষিনাঞ্চলের সর্বনি¤œ ৯.৫৫% হলেও মৃত্যু হার দ্বিতীয় সর্বোচ্চ ২.০৬%।
অপরদিকে দ্বীপজেলা ভোলাতে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের নমুনা পরিক্ষায় আরো দুজনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দু হাজার ১৮ জনের মধ্যে মারা গেছেন ২৬ জন। আর পটুয়াখালীতে এসময়ে মাত্র ৫ জনের নমুনা পরিক্ষা হলেও কারো দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়নি। তবে এ জেলাটিতে ইতোমধ্যে ২ হাজার ৪১৯ জন আক্রান্তের মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিনাঞ্চলের মধ্যে এ জেলাটিতেই মৃত্যুহার এখনো সর্বোচ্চ, ২.১৯%। যদিও গত পনের দিনে এখানে মৃত্যুহার দশমিক ৬% হ্রাস পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।