Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় ডাকাত আটক

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

সাতক্ষীরায় অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়। আটক রবিউল সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বেনেখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সকাল ৮টার দিকে ডাকাত রবিউলের শ্বশুর সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের শামছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি কুখ্যাত ডাকাত রবিউল ইসলামকে আটক করা হয়। আটক রবিউল ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের পুরোহিত ভবসিন্ধু বর হত্যা প্রচেষ্টার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কাদের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত রবিউল ২০০২ সালে ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাঁড়ির অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরায় ডাকাত আটক

২৪ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ