Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাস ও দাহ্য পদার্থ বিস্ফোরণের আশংকা

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা

সৈয়দপুর শহরের সর্বত্র খোলামেলাভাবে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। গ্রাম এলাকায় মোড়ে মোড়ে এলপি গ্যাস সিলিন্ডার, পেট্রোলসহ দাহ্য পদার্থ বিক্রি হচ্ছে দেদারছে। ফলে যে কোনো সময় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। শহরের বিভিন্ন স্থানে দোকানপাটে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। কেউ কেউ ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করার জন্য রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার সাজিয়ে রাখছেন। ফলে সড়কে যান চলাচলে সামান্য ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সৈয়দপুর পৌর এলাকার দিনাজপুর সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক, রংপুর রোড, ক্যান্টনমেন্ট সড়ক, দারুল উলুম মোড়, সাদ্দাম মোড়, বাঁশবাড়ি, মিস্ত্রীপাড়া, গোলাহাট প্রভৃতি এলাকায় যত্রতত্রভাবে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এমনকি সৈয়দপুর থানার প্রবেশমুখে খাতা-পেন্সিল বিক্রির দোকানে বাইরে রেখে গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী, কামারপুকুর বাজার, তোফায়েলের মোড়, কাশিরাম ইউনিয়নের হাজারীহাট, নেজামের চৌপথী, মুচিরহাট, চওড়া বাজার, কালার বাজার, খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট, খিয়ার জুম্মা, বোতলাগাড়ি ইউনিয়নের পোড়ারহাট, ঢেলাপীর, বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী, ডাঙ্গারহাট, বিএসসি মোড়, বিএনপি মোড়, পীরপাড়া মোড় প্রভৃতি এলাকায় মুদি দোকান ও রকমারি দোকানে পেট্রোলের পাশাপাশি দাহ্য পদার্থ বিক্রি করা হচ্ছে। সৈয়দপুর ফায়ার ব্রিগেড এন্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, সড়কের ধারে এভাবে সাজিয়ে রেখে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা খুবই বিপজ্জনক। এছাড়া যত্রতত্র পেট্রোল বা দাহ্য পদার্থ বিক্রির কারণে ভয়াবহ অগ্নিকা-সহ প্রাণহানির ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দপুরে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাস ও দাহ্য পদার্থ বিস্ফোরণের আশংকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ