Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধা রশিদ হত্যা মামলায় দুই ডাকাত গ্রেফতার

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁন্দশ্রী গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রশিদ কমান্ডার হত্যা মামলার আসামি কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো নোয়াখালী জেলার চাটখিল থানার বদরগঞ্জ গ্রামের আলী আহমদ প্রকাশ কালুর ছেলে লোকমান হোসেন (৪২) ও কুমিল্লা সদর দক্ষিণ থানার জগপুর গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে হানিফ প্রকাশ হানু (৩৫)। বৃহস্পতিবার রাতে চাটখিল ও লক্ষ্মীপুর থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার শেষে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, চলতি বছরের ১৬ জানুয়ারি উপজেলার উজিরপুর ইউনিয়নের চাঁন্দশ্রী গ্রামে মুক্তিযোদ্ধা আবদুর রশিদের ঘরে কলাপসিবল গেইট কেটে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাতিতে বাধা দেয়ায় তাকে শ্বাসরোধে হত্যা শেষে ডাকাতরা মালামাল নিয়ে চলে যায়। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার রাতে ৭টি ডাকাতি মামলার আসামী লোকমান ও একাধিক মামলার আসামি হানিফকে গ্রেফতার করে। তারা দুজনেই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধা রশিদ হত্যা মামলায় দুই ডাকাত গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ