Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা করার জের প্রাণ ভয়ে দুই সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে রিনা

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

আমতলীতে ধর্ষণ ও চাঁদা দাবির বিরুদ্ধে মামলা করায় স্বামী প্রহৃত হয়ে হাসপাতালে এবং বাদী রিনা আক্তার (২৬) প্রাণের ভয়ে ২ সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমতলী উপজেলার সোনাখালী গোডাঙ্গা গ্রামের জাফর হাওলাদারের স্ত্রী রিনা আক্তার স্বামীর ভগ্নিপতি একই গ্রামের কবির (৩৫) ও অপর ৪ জনকে আসামি করে বরগুনা নারী ও শিশু নির্যাতন আদালতে ৪৭৫/১৬ একটি নারী নির্যাতন এবং দ্রুত বিচার আদালতে চাঁদাবাজির বিরুদ্ধে ২২৫/১৬ নং মামলা দায়ের করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদীর স্বামী জাফর হাং-কে গত ১৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে অসুস্থ স্ত্রীর পাশে থেকে টেনে বাইরে নিয়ে বেদম মারধর করে। গুরুতর আহত অবস্থায় গ্রামবাসী তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অপরদিকে আসামিদের ভয়ে ২ সন্তানসহ রিনা আক্তার পালিয়ে বেড়াচ্ছে। উল্লেখ্য, ১নং আসামি ফজলে মুন্সীর ছেলে কবির একজন চিহিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অসংখ্য মামলা রয়েছে। ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১নং আসামি কবির কারাভোগ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা করার জের প্রাণ ভয়ে দুই সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে রিনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ