রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
আমতলীতে ধর্ষণ ও চাঁদা দাবির বিরুদ্ধে মামলা করায় স্বামী প্রহৃত হয়ে হাসপাতালে এবং বাদী রিনা আক্তার (২৬) প্রাণের ভয়ে ২ সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমতলী উপজেলার সোনাখালী গোডাঙ্গা গ্রামের জাফর হাওলাদারের স্ত্রী রিনা আক্তার স্বামীর ভগ্নিপতি একই গ্রামের কবির (৩৫) ও অপর ৪ জনকে আসামি করে বরগুনা নারী ও শিশু নির্যাতন আদালতে ৪৭৫/১৬ একটি নারী নির্যাতন এবং দ্রুত বিচার আদালতে চাঁদাবাজির বিরুদ্ধে ২২৫/১৬ নং মামলা দায়ের করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদীর স্বামী জাফর হাং-কে গত ১৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে অসুস্থ স্ত্রীর পাশে থেকে টেনে বাইরে নিয়ে বেদম মারধর করে। গুরুতর আহত অবস্থায় গ্রামবাসী তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অপরদিকে আসামিদের ভয়ে ২ সন্তানসহ রিনা আক্তার পালিয়ে বেড়াচ্ছে। উল্লেখ্য, ১নং আসামি ফজলে মুন্সীর ছেলে কবির একজন চিহিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অসংখ্য মামলা রয়েছে। ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১নং আসামি কবির কারাভোগ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।