Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিয়ন্ত্রণহীন রাজধানীর কাঁচাবাজার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১:২৩ পিএম

নিয়ন্ত্রণহীন রাজধানীর কাঁচাবাজার। ৬০ টাকার নিচে কেনা যাচ্ছে না কোনো ধরনের সবজি। নাগালের বাইরে মাছের বাজারও। করোনা মহামারির মধ্যে বাজারে বাড়তি খরচের ধকল সামলাতে গিয়ে নাভিশ্বাস ক্রেতাদের।
করোনা সংকটে কমেছে আয় অথচ কাঁচাবাজারে সবজির আকাশচুম্বী দামে নিজের অসহায় অবস্থা গোপন করতে পারছেন না ক্রেতারা।
বাজারে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েই চলেছে। রাজধানীর কল্যাণপুর নতুন বাজারে এ সপ্তাহে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, করল্লা ৬০-৭০ টাকা, টমেটো-গাজর ৮০ টাকা, কাঁচা মরিচ ৫০-৬০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। এক আঁটি পুইশাক বিক্রি হচ্ছে ৩০ টাকায়; লাউশাক বিক্রি হচ্ছে ২৫ টাকায়।
ক্রেতারা জানান, বাজার ঊর্ধ্বগতি। প্রত্যেকটা সবজির দাম ৬০ টাকার ওপরে। এভাবে চললে মধ্যবিত্তদের টিকে থাকা কঠিন।

বাড়তি দামের পেছনে বাজারে বৃষ্টির অজুহাত এখনো চলছে। বাড়তি যোগ হয়েছে পরিবহন খরচ।
বিক্রেতারা জানান, ক্রেতারা কত কথা বলে। সেটা বিবেচনা নিলে হবে না। আমরা যেভাবে কিনি সেভাবে বিক্রি করি।
মাছের বাজারে মাগুড় মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়; শিং ৪০০ টাকা; পাবদা ৪০০ টাকা; পাচমিশালি মাছ বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকায়। ইলিশের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে আকারভেদে বিক্রি হচ্ছে ১২০০ টাকা থেকে ১৭০০ টাকায়।
তবে এ সপ্তাহে কেজিতে প্রায় ১৫ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। এ ছাড়া গরুর মাংস ৬০০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০-৮৫০ টাকা কেজি দরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ