পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিদেশগামী কর্মীদের সম্ভাব্য শটডাউন এর আওতামুক্ত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ। রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান আজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, জনস্বার্থে শাটডাউন ঘোষণাকে আমরা স্বাগত জানাবো। কিন্ত প্রবাসী কর্মীরা বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে দেশে প্রচুর রেমিট্যান্স পাঠাচ্ছেন। প্রবাসীরাই দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন। আসন্ন শাটডাউনে বিদেশগামী কর্মীদের জরুরি সেবা খাত উল্লেখ করে তাদের অবাধ চলাচলের পথ উন্মুক্ত রাখতে হবে। যাতে বিদেশগামী কর্মীরা সহজেই বিদেশে যেতে পারেন। কারণ সউদীগামী হাজার হাজার কর্মীর বিমানের টিকিট এবং ঐ দেশে কোয়ারেন্টিনের হোটেল বুকিং এর প্রায় দেড়শ’ কোটি টাকা (অফেরৎযোগ্য) ব্যয় হয়ে গেছে। শাটডাউনের দরুণ বিদেশগামী কর্মীরা যথাসময়ে স্ব স্ব কর্মস্থলে যেতে না পারলে হোটেল কোয়ারেন্টিনের টাকা আর ফেরত পাওয়া যাবে না। এছাড়া চারগুন বেশি দিয়ে ক্রয়কৃত বিমানের টিকিটও মার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অনেকের ভিসা ও ইকামার মেয়াদও শেষ হয়ে যাবে।
টিপু সুলতান বলেন, ২২ বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জনকারী সেক্টর জনশক্তি খাতকে জরুরি সেবা খাত ঘোষণা করে বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সি সমূহকে সম্ভাব্য শাটডাউন এর আওতামুক্ত রাখা খুবই জরুরি। এ ব্যাপারে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও প্রবাসী সচিব ড. আহমদ মনিরুছ সালেহীনের দ্রæত সহযোগিতা কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।