Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ৩ কোটি ১৭ লাখ টাকার অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ

দুই জনের সাজা

মতলব( চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ৯:৫৭ এএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারে জেলা কোস্টগার্ডের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ১৫ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩শ ৩০ পিস অবৈধ চায়না জাল জব্দ করা হয়। ২৪ জুন বৃহস্পতিবার বিকেলে মতলব বাজারের টিন পুট্টি এলাকায় ৪ টি দোকানে বিশেষ অভিযানে এ জালগুলো জব্দ করা হয়। দুই ব্যবসায়ীকে আটক করে সাজা দেওয়া হয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ,গোপন সংবাদের ভিত্তিত্বে লেঃ এম সাদিক হোসেন এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত বাজার সংলগ্ন এলাকায় চারটি দোকান তল্লাশি করে ১৫ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৩০ পিস অবৈধ চায়না জাল জব্দ করা হয়।
এ সময় প্রণয় সাহা ও মিঠু দেবনাথ নামের ২ জন অবৈধ জাল ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লক্ষ ৫৭ হাজার টাকা।
অভিযানে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।পরবর্তীতে জব্দকৃত জালগুলো মতলব নিউ হোস্টেল মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, আটককৃত দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ১শত টাকা করে জরিমানা ও ৩ মাস করে জেল দেওয়া হয়েছে। যে কোনো অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জব্দ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ