পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আমীরে হিযবুল্লাহ্ ছারছীনা শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ্ মোহাম্মাদ মোহেব্বুল্লাহর পক্ষ হতে তার বড় ছেলে মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে রাষ্টদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও বাইতুল মুকাদ্দাস জবরদখলের তীব্র নিন্দা জানান। এ সময়ে তারা ফিলিস্তিনের শাহাদাত বরণকারীদের পরিবার, যুদ্ধাহত ও বাস্তুহারা জনগণের জন্য ত্রাণ বাবদ আর্থিক সহায়তার একটি চেক রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন।
এক বিবৃতিতে শাহ্ হুসাইন বলেন, আমাদের এ আর্থিক সহায়তার ধারাবাহিকতা চলমান থাকবে ইন শা আল্লাহ্। এসময় তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদীদের দখলমুক্ত হবার বিষয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। দরবারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।